বগুড়া নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে আহত মাদরাসার ছাত্র শুভ হাসান (৭) গত শনিবার রাতে মারা গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল মোক্তাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুভ ও তার ছোট ভাই শান্ত দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর গ্রামে ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় নুরানি বিভাগে লেখাপড়া করত। গত শুক্রবার দুপুরে শুভ, শান্তসহ আরো কয়েকজন ছাত্র মাদরাসার মাঠে খেলতে যায়। বিকেল ৪টার আগে খেলাধুলা করার নিয়ম না থাকায় হাফেজ মোহাম্মদ আব্দুল মোক্তাদির মাঠে খেলতে দেখে তাদের ধরে নিয়ে আসেন। পরে কক্ষে নিয়ে চারজনকে মারধর করেন। মার খেয়ে তিনজন পালিয়ে গেলেও শুভ হাসান শিক্ষকের হাতে আটকা পড়ে।
শুভকে লাইটের স্ট্যান্ড দিয়ে আরো পেটাতে থাকেন ওই শিক্ষক। বেদম মারধরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরের দিন রাতে শুভর অবস্থা খারাপ হলে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা শুভকে প্রথমে বসুন্ধরা আদ্বদীন হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা শুভকে মৃত ঘোষণা করে।