ষ্টাফ রিপোর্টারঃ রবিবার সকালে জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২ তম এি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ। সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম বগুড়া জেলা পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বুলবুল পশ্চিম বগুড়া অটো টেম্পু সিএনজি চালিত মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এরশাদ শেখ বগুড়া আঞ্চলিক শ্রম পরিচালক খোরশেদ আলম সহ সকল শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।