ইন্দুরকানীতে সরকারি চাল সহ দুই ডিলার আটক

বগুড়া নিউজ ২৪ঃ পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধ ভাবে ৫ বস্তা সরকারি চাল বিক্রির সময়ে ডিলার সহ ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
গতকাল রোববার সন্ধ্যার পরে উপজেলা সদরের ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। আকটকৃতরা হলেন ফেয়ার প্রাইজের চালের ডিলার মোহাম্মদ বাহারুল (৫৪) ও রিক্সা চালক শাহ আলম (৫৩)।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে নিজ গোডাউন থেকে রিক্সা যোগে ৩০ কেজি চালের ৫ টি বস্তা নিয়ে যাচ্ছিলেন বাহারুল।এ চালগুলো তিনি বাজারের আদম আলী সড়কের আশ্রাব আলীর দোকানে বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় বাজারের সাধারণ জনতার বিষয়টি সন্দেহ হলে রিক্সাসহ বাহারুলকে আটক করে তারা। এসময় এ চাল কিসের এমন প্রশ্নে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। পরে পুলিশ এসে চালের ডিলার বাহারুল ও রিক্সা চালক শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। এমনকি আশ্রাব আলীর দোকানে তল্লাশী করে খাদ্য অধিদপ্তরের লোগো সমৃদ্ধ চালের ৬টি খালি বস্তা উদ্ধার করে পুলিশ।

ইন্দুরকানী থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, ৫ বস্তা চালসহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে সোমবার মামলা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ