ময়মনসিংহে এতিমদের নিয়ে ফল উৎসব

বগুড়া নিউজ ২৪ঃ এতিমদের নিয়ে ফল উৎসবের আয়োজন করেছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন।

গতকাল বুধবার (১৮মে) দুপুরে নগরীর রহমতপুর ও পাটগুদাম ব্রিজ মোড় এতিমখানায় এতিমদের নিয়ে ফল উৎসব করা হয়। ফলের সাথে এতিম শিশুদের দেয়া হয় বিরিয়ানী ও পানি।

রহমতপুর রওযাতুল কুরআন এতিমখানায় ১৫০ জন এতিম এবং পাটগুদাম ব্রিজ মোড় ১৫০ জন এতিমসহ মোট পাঁচশ জনকে নিয়ে ফল উৎসব করা হয়।

নুরানীর ছাত্র মাহমুদুল হাসান বলেন, ফল উৎসব আমাদের কাছে খুব ভালো লেগেছে। পেট ভরে ফল ও বিরিয়ানী খেয়েছি। এমন আয়োজনে মনটা ভরে গেছে।

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আশিষ নন্দী বলেন, মুক্তির বন্ধন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিগত তিন বছর ধরে এই সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করছে। পুরো রমযান মাসজুড়ে আমরা ফ্রি হাট কর্মসুচি করেছি।

রনি সরকার নামে আরেক স্বেচ্ছাসেবক বলেন, বিত্তশালীদের সহযোগিতায় এবার খুলনা থেকে ৬ শশ তরমুজ এনেছি। এতিমদের খাওয়ানোর মধ্যেই আমরা তৃপ্তি পেয়েছি। আমরা সকলের ভালোবাসা ও দোয়া চাই।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১