চমক দিয়ে ইতালির বিপক্ষে চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার

বগুড়া নিউজ ২৪ঃ কনমেবল-উয়েফার দুই চ্যাম্পিয়নের লড়াই ‘ফিনালিসিমার’ আর বেশি সময় বাকি নেই। আগামী ১ জুন সেই ম্যাচে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তাতে আছে একটি চমক।

অ্যাবডাক্টর পেশিতে চোট নিয়ে গেল এপ্রিল থেকেই মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তার সম্ভাব্য ফেরার দিন ধরা হচ্ছিল ৫ জুনকে, যার চার দিন আগেই হয়ে যাবে এই ফাইনাল। তবু কোচ লিওনেল স্ক্যালোনির দেওয়া ৩৫ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছিল তাকে। তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। সেই চোটই তার পেছনের কারণ।

এদিকে পাওলো দিবালা আছেন এই দলে। যে ডিফেন্ডারকে নিয়ে ইতালি ও আর্জেন্টিনার টানাটানি, সেই মার্কো সেনেসিও আছেন ২৯ সদস্যের এই দলে।

ফাইনালের জন্য আর্জেন্টিনার ২৯ সদস্যের দল

গোলরক্ষক:

এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)
হুয়ান মুসো (আটালান্টা)
হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)
ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

ডিফেন্ডার:

গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া)
নাহুয়েল মলিনা (উদিনেস)
হুয়ান ফয়েথ (ভিলারিয়াল)
ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার)
হেরমান পেৎজেলা (রিয়েল বেটিস)
মার্কোস সেনেসি (ফেয়েনুর্দ)
নিকলাস অটামেন্ডি (বেনফিকা)
লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স)
নাহুয়েন পেরেজ (উদিনেস)
নিকলাস টালিয়াফিকো (আয়াক্স)
মার্কোস আকুনইয়া (সেভিয়া)

মিডফিল্ডার:

গিদো রদ্রিগেজ (রিয়াল বেটিস)
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন)
রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ)
এসকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন)
জিওভানি লো চেলসো (ভিলারিয়াল)

ফরোয়ার্ড:

লিওনেল মেসি (পিএসজি)
আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া)
নিকলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা)
আনহেল ডি মারিয়া (পিএসজি)
আনহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ)
পাওলো দিবালা (জুভেন্টাস)
হোয়াকিন কোরেয়া (ইন্টার)
ইউলিয়ান অ্যালভারেজ (রিভার প্লেট/ম্যানসিটি)
লাওতারো মার্টিনেজ (ইন্টার)

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১