বগুড়ায় গ্রেফতারকৃত আদম ব্যবসায়ীসহ অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ

স্টাফ রিপোর্টার রাশেদ: বগুড়ায় অর্থ আত্মসাত-জালিয়াতির শিকার হওয়া ভুক্তভোগী, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিবর্গের উদ্যোগে বিদেশে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মত্মসাত ও জালিয়াতির বিচার, গ্রেফতারকৃত প্রতারক অর্থ আত্মসাতকারী রফিকুল ও তার স্ত্রী স্বপ্না বেগমসহ উক্ত প্রতারক চক্রের সকল সদস্যের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে। সোমবার (২৩ মে) বেলা ১১টায় শহরের সাতমাথা চত্বরে এ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ভূক্তভোগী, ক্ষতিগ্রস্ত পিতা-দেলোয়ার হোসেন টুটুল। সমাবেশ সঞ্চালনা করেন টেলিভিশন, ক্যামেরা জার্নালিস্ট বগুড়ার সভাপতি শাহনেওয়াজ শাওন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল, বাসদ সদর উপজেলা আহ্বায়ক মাসুদ পারভেঞ্জ, সুশাসন নাগরিক এর সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাদ্দাম হোসেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সভাপতি অ্যাড. দিলরুবা নুরী, ভুক্তভোগী, ক্ষতিগ্রস্ত ব্যক্তি মোঃ জালাল, জিয়াউল হক, রিমা বেগম, স্বপ্না বেগম মাহমুদুল, আবেদ আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন প্রতারক রফিকুল প্রায় ১৮ বছর পর সৌদি আরব থেকে ফিরে এসে তার স্ত্রী স্বপ্না বেগম, ঢাকাস্থ ফরহাদ, আবু সাঈদ, সুমন, চাঁপাইনবাবগঞ্জের জুয়েলসহ অন্যান্য আরো ৬/৭ জন মিলে একটি প্রভারকচক্র গঠন করে যেখানে আনরুল ট্রাভেলস, সাত্তার ওভারসিজ এন্ড বিজনেস ইন্টারন্যাশনাল লিঃ লাইসেন্স আর এল-০৮৭৩. এম. এস নামিরা ওভারসিজ লাইসেন্স নং- ১০১৩, আর এল-০৮৮৭ যাদের ঠিকানা – রোড নং-০৭, হাউজ নং- ০৩/ব্লক এর বনানী, ঢাকা-১২১৩ এর নাম ঠিকানা ব্যবহার করে রফিকুল ইসলাম বগুড়ার এজেন্ট হিসাবে নিজেকে দাবি করে বগুড়ার প্রায় ২০/২৫ টি পরিবারের কোটি টাকার উপরে আত্মসাত করে। রফিকুল ইসলাম বগুড়ার বিভিন্ন এলাকার বিভিন্ন নিরীহ মানুষকে বিদেশে কাজ দেবার প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাত করে। একেকটি পরিবার জমি বিক্রি করে, গরু-ছাগল, সিএনজি বিক্রি করে, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বিদেশে কাজ পাবার আশায় রফিকুলে হাতে টাকা তুলে দিয়েছে। একেকজন ভুক্তভোগী প্রায় ৫/৬ লাখ টাকা তার হাতে তুলে দিলেও ১/২ বছরেও কাজ পায়নি তারা। বরং হয়রানী হয়ে, অমানবিক পরিস্থিতি মোকাবেলা করে কোনরকম জানে ফিরে এসেছে। রফিকুলের বিরুদ্ধে বর্তমানে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান আছে, যে মামলায় রফিকুল ইসলাম বর্তমানে গ্রেফতার আছে। গ্রেফতারের পর থেকেই রফিকুলের স্ত্রী ভূক্তভোগীদের হুমকি-ধামকি দিচ্ছে। সমাবেশ থেকে বক্তাগণ এমন ঘটনার প্রতিবাদ জানান এবং এই প্রতারক চক্রের বিচার দাবি করেন। ভূক্তভোগী, ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ প্রতারণার শিকার হয়ে আজ নিঃস্ব জীবনযাপন করছে, এনজিওর টাকা পরিশোধ করতে পারছে না, সারাজীবনের সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বক্তাগণ সমাবেশ থেকে প্রশাসনের যথাযথ হস্তক্ষে দাবি করে এবং প্রতারক চক্রের বিচার চায়, স্বপ্নাসহ প্রতারক চক্রের সকল সদস্যের গ্রেফতার করে বিচার, গ্রেফতার কৃত রফিকুলসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১