বগুড়ায় মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

ষ্টাফ রিপোর্টারঃ উত্তরবঙ্গের প্রানকেন্দ্র বগুড়ায় মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। মনিপুরি তাঁত শিল্প জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় মেলার উদ্বোধন করেন উদ্বোধক জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক সালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ফজলুল হক, বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ার সাধারণ সম্পাদক সামছুল আলম, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কামরুল মোর্শেদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামানিক সিজার, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফ, মনিপুরি তাঁত শিল্প জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমির হোসেন আমিরসহ প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১