স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে ৩ দিনে ৮৪ জনের মৃত্যু

বগুড়া নিউজ ২৪ঃ স্পেনে গত ১০ জুলাই থেকে ৩ দিনে প্রচণ্ড দাবদাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে। কার্লোস তৃতীয় হেলথ ইনস্টিটিউট শুক্রবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ রিপোর্ট জানায়। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) বরাতে এ খবর দিয়েছে বিজনেস স্ট্যান্ডার।

রিপোর্টে উল্লিখিত ব্যক্তিরা ১০ থেকে ১২ জুলাইয়ে মারা গেছেন। দেশটির বিশাল অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়াকে এই মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। এমনকি দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

দাবদাহ আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় দাবদাহ। প্রথমবার ১১ থেকে ২০ জুন দাবদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়। তখন তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

কর্তৃপক্ষ লোকদের বেশি বেশি পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ