বগুড়ায় রাত ৮টার পর অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মঙ্গলবার রাত ৮টার পর থেকে অধিকাংশ দোকানপাট শপিংমল বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তবে রাত আটটার পর দোকানপাট শপিংমল বন্ধ রাখার সরকারের এই সিদ্ধান্তের প্রথম দিন হওয়ায় অনেক ব্যবসা প্রতিষ্ঠানে লাইট বন্ধ করে ধীরে ধীরে দোকানপাট বন্ধ করতে দেখা গেছে। জেলা শহরের ব্যস্ততম এলাকাগুলোতে এই চিত্র দেখা গেলেও বিভিন্ন ওয়ার্ড এলাকায় কিছু কিছু দোকান খোলা রাখতেও দেখা যায়।

বগুড়া শহরের চকযাদু রোড, প্রেস পট্টি, থানা মোড়, কাঠালতলা, কবি নজরুল ইসলাম সড়ক, সাতমাথা, জলেশ্বরিতলা, মফিজ পাগলার মোড়, পৌর পার্ক রোড, সূত্রাপুর, খান্দার, মালগ্রাম এলাকায় রাত আটটার পর অধিকাংশ দোকানপাট শপিংমল বন্ধ থাকতে দেখা গেছে।

এদিকে বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের প থেকে রাত ৮টার পর দোকানপাট শপিংমল বন্ধ রাখার সরকারের সিদ্ধান্ত মেনে চলতে বলা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ