বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

বগুড়া নিউজ ২৪ঃ ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর বড় বিরতি পাচ্ছে না বাংলাদেশ দল। দেশে ফিরে দিন কয়েক বিশ্রাম নিয়েই সীমিত ওভারের সিরিজ খেলতে আবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবে টাইগাররা।

চলতি মাসের শেষদিকে শুরু এই সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে সফরের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুই ভাগে ২০ এবং ২১ জুলাই দেশে ফিরবেন ক্রিকেটাররা। তারপর দিনকয়েক বিশ্রাম নিয়ে ২৬ জুলাই জিম্বাবুয়ের বিমানে চড়বেন তারা।

৩০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। এরপর ৩১ জুলাই ও ২ আগস্ট সিরিজের বাকি দুই ম্যাচ।

টি-টোয়েন্টি শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের তিনটি ম্যাচ ৫, ৭ ও ১০ আগস্ট। দুই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি:

টি-টোয়েন্টি সিরিজ
৩০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি
৩১ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি
২ আগস্ট: তৃতীয় টি-টোয়েন্টি

*সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

ওয়ানডে সিরিজ
৫ আগস্ট: প্রথম ওয়ানডে
৭ আগস্ট: দ্বিতীয় ওয়ানডে
১০ আগস্ট: তৃতীয় ওয়ানডে

* সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ