সিপিএ রচনা প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের নশীন

বগুড়া নিউজ ২৪ঃ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) অনলাইন রচনা প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার পেয়েছেন সিপিএ বাংলাদেশ ব্রাঞ্চের নশীন আবরেশি পিও। রোববার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নশীনের হাতে এ পুরস্কার তুলে দেন।

জানা গেছে, ‘সিপিএ ১১০তম অ্যানিভার্সারি কম্পিটিশন ফর ইয়ুথ: হোয়াট উইল ইওর পার্লামেন্ট লুক লাইক ইন দ্য নেক্সট ১১০ ইয়ার্স’ শীর্ষক অনলাইন রচনা প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপ ক্যাটাগরিতে এ পুরস্কার পান নশীন। রোববার স্পিকারের কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নশীনের বাবা রাকিবুল ইসলাম, মা সৈয়দা ইসমত আরা ও বোন রোমানা রেইন ডিউ উপস্থিত ছিলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সিপিএর পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তি দেশের জন্য গৌরবের বিষয়। এ গৌরব অর্জন করায় আমি নশীনকে অভিনন্দন জানাই ও তার ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করি। পুরস্কার হিসেবে সিপিএর পক্ষ থেকে নশীনকে ১০০ পাউন্ডের চেক দেওয়া হয়। প্রতিযোগিতায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা অংশ নেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ