ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়

বগুড়া নিউজ ২৪ঃ ভারতের নতুন উপরাষ্ট্রপতি হলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড়। বিপুল ভোটে জয় লাভ করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের শাসকদল আগেই জানিয়েছিল উপরাষ্ট্রপতি পদে ভোটদানে তারা বিরত থাকবে। ফলে শনিবার (৬ আগস্ট) ভোট দেয়নি তৃণমূল সাংসদরা।

এবারে ভারতে উপ-রাষ্ট্রপতি পদে বিজেপি জোটের প্রার্থী ছিলেন জগদীপ ধনকড় এবং কংগ্রেসসহ বিরোধীদের প্রার্থী ছিলেন মার্গারেট আলভা। তাকে ৩৪৬ ভোটে হারিয়ে দিলেন ধনকড়।

২০১৯ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন জগদীপ ধনকড়। রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে থাকাকালীন মমতা দলের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন একাধিকবার। চলতি বছরের ১৬ জুলাই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন জগদীপ ধনকড়। সেদিনই উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
খবর জিনিউজ

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ