ভোলায় পুলিশের গুলিতে বিএনপির দুই নেতা নিহতের প্রতিবাদে বগুড়ায় কৃষক দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার রাশেদ: ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ভোলা ছাত্রদলের সভাপতি নূরে আলম হত্যা, জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে কৃষকদল। রবিবার (৭ আগষ্ট) বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা কৃষকদল এ সমাবেশের আয়োজন করে। জেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
তিনি বলেন ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশ বিনা উসকানিতে তাদেরকে গুলি করে হত্যা করেছে। এটি সরকারের কলঙ্ক। এ কলঙ্ক কোনো দিনই মুছা যাবে না। তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আর কিছু দিন ক্ষমতায় থাকলে এ দেশের সব উন্নয়নের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ আজ নিঃস্ব হয়ে পড়েছে, আর উন্নয়নের নামে তাদের নেতাকর্মীদের পকেট ও ভাগ্যের উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন দ্রুত সময়ের মধ্যে বর্ধিত জ্বালানি তেল ও সারের দাম কমিয়ে বাজারে স্বস্তি ফিরিয়ে না আনলে বিএনপির নেতৃত্বে আমরা কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করবো। যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মালেক বাদল, জেলা কৃষকদলের যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর সওদাগর, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা গোলাম হোসেন রাজু, শাহিন সুমন, আবু সাঈদ প্রমূখ। এছাড়াও সমাবেশে বিএনপিসহ জেলা কৃষকদলের দলের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ