সরকার রাষ্ট্রপরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ- বাদশা

স্টাফ রিপোটার: বগুড়া জেলা বিএনপির প্রতিবাদে সমাবেশে বক্তরা বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে, বিদ্যুতের লোডশেডিং, পানির দাম বেড়েছে, তেল-চাল-ডালের দাম বেড়েছে। সরকার রাষ্ট্রপরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের দুর্নীতি আকাশচুম্বী। এই অবৈধ সরকার রাতের অন্ধকারে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসে, আবার রাতের অন্ধকারে জ¦ানালি তেলের দাম বৃদ্ধি করে জনগণের উপর বুঝা চাপিয়ে দিয়েছে।‘বাংলাদেশের মানুষ এখন ভয়াবহভাবে বিপদের সম্মুখীন। প্রতিদিন তাদের সামনে হাজির হচ্ছে নিত্যনতুন সঙ্কট। এমনিতে দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ, পরিবহন, লোডশেডিং সমস্যায় জর্জরিত। এর মধ্যে ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের স্মরণকালের সর্বোচ্চ সীমাহীন মূল্যবৃদ্ধি। এর প্রভাব পড়েছে সর্বক্ষেত্রে। জনজীবনে মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গণপরিবহণের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকালে বগুড়া জেলা বিএনপি উদ্দ্যেগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদে সমাবেশে বক্তরা এসব কথা বলেন। বক্তারা বলেন, জনগণ জেগে উঠেছে, সরকারের পতন অনিবার্য। রাজপথ দখল করে জনগণের সুনামিতে ভয়াবহ এই সরকারের পতন ঘটবে। সরকার ব্যাংকগুলো লুটপাট করছে, কুইক রেন্টাল ৭৮ হাজার কোটি টাকার বিদুৎ উৎপাদন না করেই ক্যাপাসিটি চার্জ দিচ্ছে, ৭ বছরে জ্বালানি তেলের দাম আমাদের পকেট থেকে ৫০ হাজার কোটি টাকা বেশি নিয়ে গেছে, বিশ্ব বাজারে এখন দাম কমলেও তারা দাম বাড়িয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভান্ডার এখন শূন্যপ্রায়। সরকার রিজার্ভের ভুল তথ্য দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। সরকার নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য সবকিছু নিয়ে লুকোচুরি খেলছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে ভিন্ন। তারা মিথ্যার ওপর বসে ফুলিয়ে ফাঁপিয়ে একেক সময় একেক কথা বলছেন। আমরা খালেদা জিয়াকে মুক্ত করব, একই সঙ্গে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। বক্তারা আরো বলেন, জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের তহবিল খালি হয়ে যাচ্ছে। পরিকল্পনামন্ত্রী বলেছেন, আমরা এখন একটু অসুবিধায় পড়ে গিয়েছি। টাকার ঘাটতি পড়ে গেছে। বাংলাদেশ ব্যাংক গর্ভনর বলেছেন, অবশ্যই দেশের অর্থনীতি চাপে আছে। বিপিসি চেয়ারম্যান বলেছেন, পেট্রোল ও অকটেনের দাম কৌশলগত কারণে বাড়াতে হয়েছে। দেশে বর্তমানে ৩০ দিনের ডিজেল, ১৮ থেকে ১৯ দিনের অকটেন, ১৮ দিনের পেট্রোল মজুত রয়েছে। গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ও গভর্নর এবং বিপিসি চেয়ারম্যানের এই স্বীকারোক্তি প্রমাণ করে পরিস্থিতি অতি ভয়াবহ। বিদগ্ধ অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভও এখন অবশিষ্ট নেই। সরকারের কাছে দেশ চালানোর মতো টাকাও নেই।

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, মিসেস লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, এম খায়রুল বাশারের, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, এনামুল কাদির এনাম, মনিরুজ্জামান মনি, মাফতুন আহমেদ খান রুবেল, অধ্যাপিকা শামিমা আক্তার পলিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, আদমদীঘী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিদ তালুকদার, শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ড্যাব নেতা আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, সদর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. জহুরুল ইসলাম, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শিবগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তর, জেলা মৎস্যজীবী দলের সভাপতি ময়নুল হক বকুল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ মিটুন, সোলেমান আলীসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ