বগুড়ায় অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য ৫০ জন পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

স্টাফ রিপোর্টার: বগুড়ায় আইন শৃংখলা রক্ষাসহ অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য ৫০ জন পুলিশ কর্মকতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত পুলিশের মাসিক কল্যান সভায় সম্মাননা হিসাবে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

পুলিশ সূত্র জানায়, আগস্ট মাসের কর্মদক্ষতা অনুযায়ী সম্মাননাপ্রাপ্ত উল্লেখযোগ্য পুলিশ কর্মকর্তার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা হিসাবে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শরাফত ইসলাম, শিবগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার তানভীর হাসান, শ্রেষ্ঠ ওসি হিসাবে সদর থানার সেলিম রেজা, শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস পিপিএম, আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি ইন্সপেক্টর মো: সাইহান ওলিউল্লাহ, শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসাবে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: জাহিদুল ইসলাম, শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মোহাম্মদ হাসমত উল্লাহ, শ্রেষ্ঠ ফাঁড়ি ইনচার্জ হিসাবে ফুলবাড়ি ফাঁড়ির ইন্সপেক্টর বাবু কুমার সাহা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারি হিসাবে আদমদিঘী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: জিল্লুর রহমান, ডিবির এস.আই মো: মজিবর রহমান, সদর থানার এসআই জেবুন নেছা, যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার ও শতাধিক ওয়ারেন্ট তামিলকারি শ্রেষ্ঠ এসআই হিসাবে সদর থানার জাকির আল আহসান, শ্রেষ্ঠ ডিএসবি কর্মকর্তা হিসাবে এসআই মো: সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসাবে এসআই মো: সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ বিট কর্মকর্তা হিসাবে শেরপুর থানার এসআই মো: রবিউল ইসলাম, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি হিসাবে ডিবির এসআই শাহ আলম খলিফা ও শাজাহানপুর থানার এএসআই মানিকুজ্জামান, শ্রেষ্ঠ জিআরও হিসাবে সদর কোর্টের মো: ছলেমান আলীসহ ৫০ জনকে এই সম্মননা ক্রেস্ট দেয়া হয়।

কর্ম দক্ষতা, হত্যা মামলার রহস্য উন্মোচন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ অপরাধ দমনে বিশেষ আবদানের জন্য তাদের এই সম্মাননা দেয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ