নন্দীগ্রামে মাধ্যমিক পর্যায়ে ৪৯তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ ই সেপ্টেম্বর (শনিবার) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে  নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার জনাব শিফা নুসরাত এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন প্রাং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাক্ষ, প্রধান শিক্ষক, সুপার, ক্রীড়া শিক্ষক প্রমূখ। উক্ত ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে (মেয়েদের) ফুটবলে  চাম্পিয়ন ধুন্দার উচ্চ বিদ্যালয় ও রানার্স-আপ কাজী আবদুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবলে চাম্পিয়ন নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও রানার্স-আপ কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়, কাবাডী প্রতিযোগিতায় চাম্পিয়ন ধুন্দার উচ্চ বিদ্যালয় ও রানার্স-আপ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ফুটবল (ছেলেদের) চাম্পিয়ন চৌদিঘী রামকৃষ্টপুর উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ কড়ইহাট উচ্চ বিদ্যালয়। খেলাগুলো পরিচালনায় ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিস্ঠানের ক্রীড়া শিক্ষকগণ, সমগ্র অনুষ্ঠানে ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া শিক্ষক মোঃ রুহুল আমিন রানা।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ