বরগুনায় টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

বরগুনা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে উপকূলীয় জনপদ বরগুনায় গত তিন দিন ধরে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একইসাথে পূর্ণিমার প্রভাব থাকায় বিষখালী ও পায়রা নদীতে পানি বেড়েছে। এতে বেতাগীর নিম্নাঞ্চল ভেসে গেছে।  এতে করে বিপাকে রয়েছেন নিম্নআয়ের শ্রমজীবীরা। বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বিষখালী নদীর পানি ক্রমাগত বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। বরিশাল আবহাওয়া অফিসের তথ্যমতে, আরো দু’দিন টানা ভারি ও মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বেতাগীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জোয়ারের পানি বেড়ে উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি তলিয়ে গেছে। পৌর শহর এলাকা পানিতে সয়লাব। এদিকে, গত তিন দিনের ভারি বর্ষণে রিকশাচালকসহ শ্রমজীবী নিম্নআয়ের মানুষরা রয়েছেন বিপাকে। বেতাগী পৌরসভার ৩ নস্বর ওয়ার্ডের ঢালীপাড়ার বাসিন্দা রিকশাচালক বিমল পরমানিক বলেন, এতো বৃষ্টিতে রিকশায় লোকজনও উঠছে না। টাকা আয় করতেও পারছি না। কিস্তির টাকাও দিতে হবে। ঘরের জন্য বাজার করতেও পারি নাই।   একই এলাকার বাসিন্দা রতন শীল বলেন, রিকশা চালানতো দূরের কথা এতো বৃষ্টিতে ঘর থেকেই বের হতে পারিনি। এখন ধার-দেনা করে সংসার চালাতে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের মাহাতাব উদ্দিন বলেন, গত তিন দিন ধরে নদীগুলোতে জোয়ারের পানি ক্রমাগত বাড়ছে।   বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, ভারি বৃষ্টি, পূর্ণিমা ও বৈরী আবহাওয়ার কারণে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিষখালী নদীর পানির উচ্চতা গত কয়েক দিন ধরে বেশি রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ