ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

বগুড়া নিউজ ২৪ঃ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান আজ মঙ্গলবার সকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  সাক্ষাতের সময় বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মোহাম্মদ ইমরান ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ অভিবাদন জানান।

দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সদিচ্ছার ওপর ভিত্তি করে গড়ে ওঠা দুদেশের সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে।  দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও তারা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সব সফরের বিষয় তুলে ধরেন, যা দুদেশের সম্পর্ককে আরও সংগঠিত করেছে। বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ভারতের সরকার ও জনগণের প্রতি তার সময়কালে সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করেন, ভারতের রাষ্ট্রপতি আগামী দিনে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের সুযোগ তৈরি করতে সক্ষম হবেন। ভারতের রাষ্ট্রপতি বিদায়ী হাইকমিশনার মোহাম্মদ ইমরানের সক্রিয় ভূমিকায় প্রশংসা করেন এবং আগামী দিনগুলোয় তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ