মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে সংঘাত নয় ঐক্য চাই : ড. বদিউল আলম মজুমদার

দেশে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা করতে না পারলে মুক্তিযোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। যেভাবে আমরা চলছি সেটি মুক্তির পথ না সম্প্রীতির পথ না। দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না। নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে আমার মনে হয় একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছে। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক দলগুলোর আস্থা নেই। ভালো থাকতে চাইলে, সন্তানদের দুধে-ভাতে রাখতে চাইলে কতকগুলো সত্যের মুখোমুখি হতে হবে। একে অপরকে ব্লেইম গেইম দিলে শান্তি সম্প্রীতি আসবেনা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটের মোংলা প্রেসকাবে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি আয়োজিত নাগরকি সভায় প্রধান অতিথির বক্তৃতায় সুজন’র কেন্দ্রিয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার একথা বলেন।

নাগরিক সভায় সভাপতিত্ব করেন সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিস্ এ্যাম্বাসেডর বাগেরহাট ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএন’র সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, পিএডিএন বাগেরহাটের উপদেষ্টা মো. ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পিএডিএন বাগেরহাটের সদস্য খান এ আরিফ, এস কে হাসিব, ইসমাইল হোসেন লিটন, মো. জাকির হোসেন ও দি হাঙ্গার প্রোজেক্ট’র এসপিএল প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত। সুজন মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ, সুজন নেতা অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, পান্না লাল দে, ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ^বাস, পিএফজি সদস্য বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, পিএফজি সদস্য বিএনপি নেতা শেখ শাকির হোসেন, পিএফজি সদস্য জাতীয় পার্টির নেতা এরশাদুজ্জামান সেলিম, পিএফজি সদস্য সিপিবি নেতা কমরেড মাহরুফ বিল্লাহ, পিএফজি সদস্য রাকেস সানা, হাসিব সরদার, নারীনেত্রী কমলা সরকার, হাদিসা বেগম, হীরা বেগম, ইয়ুথ লিডার শেখ রাসেল প্রমূখ। নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. বদিউল আলম মজুমদার আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বানকে সামনে রেখে ”সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই” শ্লোগান বাস্তবায়নে সুজন এবং পিএফজি নেতৃবৃন্দ নির্মোহ ভাকে রাজনৈতিক বিশ্লেষণ ও নিবেদিত হয়ে কর্মকান্ড পরিচালনা করতে হবে। খবর বিজ্ঞপ্তি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ