বগুড়ার গাবতলীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : ঢাকঢোল পিটিয়ে এক উৎসবমুখর পরিবেশে বগুড়া গাবতলীর তরণীহাটে ইছামতি নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হাজার হাজার মানুষের পদচারণায় এই দর্শনীয় নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়। এই নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বিশিষ্ট সমাজসেবক নারী উদ্যোক্তা জোবাইদা আহসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, বগুড়া জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক অধ্য শাহাদৎ আলম ঝুনু, জেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, তরণীহাট ডিগ্রি কলেজের সভাপতি মুনছুর কাওছার সবুজ, বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান ইউনুস আলী ফকির, বালিয়াদিঘী ইউপির সাবেক চেয়ারম্যান মোমিনুল ইসলাম রিবন ও মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ