মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : জমকালো আয়োজনে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার মহাস্থান প্রেসক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর ২ যুগপূর্তি ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ যুগপূর্তি দিনটিকে স্মরণীয় করতে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে শিবগঞ্জ উপজেলার রায়নগর মসলা গবেষণা কেন্দ্রের হলরুমে সভায় মিলিত হয়। ১৭ সেপ্টেম্বর দিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চলনায় দিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মে কুলসুম সম্পা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সবসময় আশা করি সংবাদপত্র সবসময় সাংবাদিকতার নীতি মেনে সত্য প্রকাশ করবেন। অনুষ্ঠানে মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ৩ জনকে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস প্রদান করা হয়, এরা হলেন মহাস্থান প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাছেত, সাধারণ সম্পাদক এসআই সুমন ও কোষাধ্য গোলাম রব্বানী শিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, হুসাইন শরিফ সঞ্চয়, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা ভিশন টেলিভিশনের বগুড়া ব্যুরো চীফ আব্দুর রহিম বগড়া, দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়ার ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, দৈনিক কালের খবর পত্রিকার প্রধান সম্পাদক বীরমুক্তি যোদ্ধা আব্দুল মোত্তালেব মানিক, একাত্তর টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি শাহাজান আলী, মোহনা টেলিভিশন বগুড়া প্রধান আতিক রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তার, আতিকুর রহমান (খাঁন) মিন্টু, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ