বগুড়ায় দুর্নীতির দায়ে বিএসটিআই কর্মচারী সাময়িক বরখাস্ত

দুর্নীতির অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর চতুর্থ শ্রেণীর কর্মচারী মোঃ মাহাফিজুর রহমান, ল্যাব বাহক, বিএসটিআই, বগুড়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএসটিআই প্রধান কার্যালয়ের স্মারক মোতাবেক অভিযুক্তের বিরুদ্ধে দায়েরকৃত সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিএসটিআই এর মহাপরিচালক ড. মোঃ নজরুল আনোয়ার কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে মাহাফিজুর রহমানকে চাকুরী হতে এই সাময়িক বরখাস্ত করা হয়। অফিস আদেশে বলা হয়, বিএসটিআই এর কর্মচারী মোঃ মাহাফিজুর রহমান, ল্যাব বাহক বগুড়া অফিসে কর্মরত অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে মোবাইল কোর্টের আগাম তথ্য সরবরাহ করতেন এবং অনৈতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান হতে আর্থিক সুবিধা গ্রহণ করেন। তদন্ত প্রতিবেদনে এ সংক্রান্ত মোবাইল কোর্টের তথ্য ফাঁসের মেসেজের স্ক্রিন শর্ট, বিকাশ একাউন্টের স্টেটমেন্ট এবং মোবাইলে অর্থ দাবীর কল রেকর্ডসহ অন্যান্য প্রমাণাদি পাওয়া যায়।

ফলে, ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন কর্মচারী চাকুরি প্রবিধানমালা, মোতাবেক মোঃ মাহাফিজুর রহমান, ল্যাব বাহক-কে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়। খবর বিজ্ঞপ্তি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ