২ লাখ ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

দেশের সংসদ নির্বাচনের ১৫০ আসনের জন্য ইভিএম ক্রয়ের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২ লাখ ইভিএমসহ প্রয়োজনীয় আরও জিনিসপত্র ক্রয়ের জন্য বাজেট ধরা হয়েছে ৮ হাজার ৭১১ কোটি টাকা। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। নির্বাচন কমিশনার জানান, প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। পরিকল্পনা কমিশন যাচাই-বাছাইয়ের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের কর্মপরিকল্পনা প্রকাশ করে ইসি জানিয়েছিল, সংলাপে অংশগ্রহণকারী ২৯টি রাজনৈতিক দলের মধ্যে ১৭টি দল ইভিএমের পক্ষে মত দিয়েছে। বিপক্ষে মত দিয়েছে ১২টি দল। বেশির ভাগ দলের মত ইভিএমের পক্ষে থাকায় ইভিএম ব্যবহারে তৎপর হয়েছে ইসি। সে ধারাবাহিকতায় এই ২ লাখ ইভিএম কেনার প্রক্রিয়া চূড়ান্ত হলো বলে জানা গেছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ