ইতালির নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বগুড়া নিউজ ২৪ঃ ইতালিতে শুরু হয়েছে আগাম নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটিং কার্যক্রম শেষ হবে রাত ১১টায়।

এবারের নির্বাচনে এগিয়ে রয়েছেন কট্টর ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি। নির্বাচিত হলে তিনিই হবেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের ছয় মাস আগেই অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দেশটিতে নেতৃত্ব দিচ্ছে ডানপন্থী নেতারা। তবে জর্জিয়ার নানা উদ্যোগের মাধ্যমে ফ্যাসিবাদ সংস্কৃতি থেকে বের হয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। যা নজর কেড়েছে নতুন প্রজন্মের ভোটারদের। তিনি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় সমর্থন দিয়েছেন।

তবে অবৈধ অভিবাসী ঠেকাতে নৌপথে নজরদারি বাড়ানোর আহ্বান এবং এলজিবিটি কমিউনিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে অটল থেকে একই সাথে বজায় রেখেছেন কট্টর অবস্থানও।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ