২২ দিনে রেমিট্যান্স এলো ১২৬ কোটি ৫৪ লাখ ডলার

বগুড়া নিউজ ২৪ঃ  চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে ১২৬ কোটি ৫৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, সেপ্টেম্বর মাসের ১ তারিখে ৭ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স আসে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ৮ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের মাধ্যমে ৫২ কোটি ২৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে, দ্বিতীয় সপ্তাহে (১৫ সেপ্টেম্বর) ৪১ কোটি ২৭ লাখ ডলার এসেছে, তৃতীয় সপ্তাহে ২৫ কোটি ৬৭ লাখ ডলার এসেছে। অর্থাৎ মাসের শুরুর দিকে প্রবাসী আয়ের যে হার ছিল শেষ দিকে তা অর্ধেকের নিচে নেমে গেছে।

এ হারে রেমিট্যান্স প্রবাহ কমতে থাকলে আগের মাসের তুলনায় রেমিট্যান্স কমে যাবে বলে ধারণা ব্যাংকারদের।

গত আগস্টে দেশে রেমিটেন্স এসেছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে এসেছিল ৬ কোটি ৫৭ লাখ ডলার। সেই হিসাবে চলতি মাসের প্রথম ২২ দিনের মোট হিসাবে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে ৫ কোটি ৭৫ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের দেয়া হালনাগাদ হিসাব বলছে, গত মাসের তুলনায় চলতি মাসে দেশে রেমিট্যান্স কম আসছে।

তার আগের মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার।

এদিকে সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশের বাজারে প্রতি ডলারের নতুন বিনিময় মূল্য ১০৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ