বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় নিহত ১২

বুরকিনা ফাসোর উত্তরে জঙ্গি হামলায় ১২ জন নিহত হয়েছে। তাদের অধিকাংশ সৈন্য। সোমবার নিরাপত্তা সূত্র এ কথা জানিয়েছে।

জানুয়ারিতে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে লে. কর্নেল পল-হেনরি সান্দাওগো দামিবা ক্ষমতা দখলের পর পশ্চিম আফ্রিকার এ দেশে সহিংসতা অনেক বেড়ে গেছে। ওই সামরিক অভ্যুত্থানে বুরকিনা ফাসোর নির্বাচিত এবং জিহাদিদের লাগাম টেনে ধরার অঙ্গীকার করা নেতা ক্ষমতাচ্যুত হন।

এদিকে প্রতিবেশী দেশগুলোয় আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ সংশ্লিষ্ট জঙ্গিরা অস্থিরতা সৃষ্টি করতে দেখা যাচ্ছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সাহেল অঞ্চলের গসকিন্দির কাছে চালানো সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা গাড়ি বহর ও এসবের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি সামরিক ইউনিট।

নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, এ হামলার ঘটনায় প্রাথমিকভাবে ১২ জনের নিহত হওয়ার খবর জানা গেছে এবং এতে বিভিন্ন সামগ্রীর অনেক ক্ষতি হয়েছে। সেখানে হামলায় আরও অনেকে আহত হয়।
খবর এএফপি

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ