দুপচাঁচিয়ায় রাস্তার দু’ধারে ভ্রাম্যমান দোকান উচ্ছেদ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলা সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার দু’ধারে ভ্রাম্যমান দোকানগুলো উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ শুক্রবার সকালে থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করেন।

প্রকাশ গতকাল বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিও অফিস বাসস্ট্যান্ড যানযট মুক্ত করার জন্য রাস্তার দু’ধারে অবৈধ ভ্রাম্যমান দোকান উচ্ছেদসহ কাঠের গুল অপসারণের সিদ্ধান্ত হয়। ওই দিনই উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, মেয়র জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা সরজমিনে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে রাস্তার দু’ধারে ভ্রাম্যমান দোকানগুলোকে ২৪ ঘন্টার মধ্যে অন্যত্র সড়ে যাওয়ার নির্দেশ দেন। উক্ত নির্দেশ উপেক্ষা করে শুক্রবার ভ্রাম্যমান দোকানদাররা রাস্তার দু’ধারে বিভিন্ন দোকানের পসড়া সাজিয়ে প্রতিদিনের মতো বেচা-কেনা শুরু করে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সুমন জিহাদীর নির্দেশে থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ ওইসব অবৈধ ভ্রাম্যমান দোকান উচ্ছেদ অভিযানে নামেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী জানান, বগুড়া নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলা যানযট মুক্ত করতে সড়কের দু’ধারে অবৈধ দোকানপাট উচ্ছেদসহ করাতকলের কাঠের গুল অপরসারণে সিদ্ধান্ত হয়েছে। এইসব ভ্রাম্যমান দোকানদারদের নির্ধারিত সময় বেঁধে দেওয়ার পরেও যারা দোকানগুলো সড়ে নেয়নি তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আগামীতেও তা অব্যাহত থাকবে। সড়কের দু’ধারের এইসব ভ্রাম্যমান অবৈধ দোকান উচ্ছেদ করে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় যানযট মুক্ত করা হবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ