বগুড়ায় চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ২

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চুরি হওয়া ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার জিয়ানগর ইউনিয়নের বেড়াগ্রাম বাজার থেকে ইজিবাইকসহ দুজনকে আটক করে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ইজিবাইক উদ্ধার করাসহ ঘটনাস্থল থেকে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করেন ইজিবাইক চালক সাদ্দাম (২২) হোসেন। তিনি আদমদীঘি উপজেলার মালশন গ্রামের বাসিন্দা।

গ্রেফতার দুজন হলেন- নওগাঁ সদরের কালীতলা এলাকার রাকিব হোসেন (২১) ও বগুড়া দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর গ্রামের রাজু (২৭)। তবে রাজু বর্তমানে দুপচাঁচিয়ার তালোড়া সাবলা গ্রামে বসবাস করছেন।

এসব তথ্য নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে ওই ইজিবাইক চুরি হয়। ইজিবাইক চালক সাদ্দাম হোসেন ওই এলাকার বিসমিল্লাহ্ নামে একটি হোটেলে খাবার খেতে যান। এসে দেখেন তার ইজিবাইক নেই। পরে ঐদিন বিকেলে দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম বাজার এলাকায় স্থানীয়রা ইজিবাইকসহ চোর সন্দেহে দুজনকে আটক রাখেন। খবর পেয়ে সেখানে গিয়ে নিজের ইজিবাইক সনাক্ত করেন তিনি। পরে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া দুজন সংঘবদ্ধ চোর চক্রের সদস্য।

ওসি জানান, গ্রেফতার দুজনকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান চলছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ