ইভিএম নিরাপদ মেশিন, জাল ভোট দেয়ার সুযোগ নেই: ইসি রাশেদা

বগুড়া নিউজ ২৪ঃ ইভিএম নিরাপদ মেশিন বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ইভিএমে জাল ভোট দেয়ার সুযোগ নেই। দুইবার ভোট দেওয়ারও সুযোগ নাই।

তিনি বলেন, আমরা চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। এজন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। ইভিএম নিয়ে পর্যবেক্ষণ করে তারা দেখেছেন এটি ভালো।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আমরা সবসময় চেয়েছি, এখনো চাচ্ছি সবাই নির্বাচনে আসবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের সামনে নির্বাচন করার আইন দেয়া আছে, সংবিধান দেয়া আছে। কেউ নির্বাচনে আসবেন না বলে তো আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না।

বেগম রাশেদা সুলতানা, সঠিক সময় নির্বাচন না হলে দেশে ক্রাইসিস তৈরি হবে, সেটা উচিত হবে না, এতে দেশে নৈরাজ্যমূলক অবস্থার সৃষ্টি হবে। দেশ ও জনগণের ক্ষতি হবে। আমাদের যে আইনের কাঠামো রয়েছে তার মধ্যে থেকেই নির্বাচন করবো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ