বগুড়ায় গাবতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি পান্নাকে পেটালেন পদবঞ্চিত নেতাকর্মীরা

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলার ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্নাকে মারধরের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল সোয়া ৫ টার দিকে শহরের সাতমাথার বিলবোর্ডের সামনে এ ঘটনা ঘটে৷

ছাত্রলীগ নেতা পান্নার অভিযোগ নবগঠিত জেলা ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।

গাবতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না জানান, প্রতিদিনের মতো আমি সাতমাথায় এসেছিলাম। এসময় আজিজুল হক কলেজ ছাত্রলীগের কিছু কর্মী আমাকে গালিগালাজসহ মারধর করেন। আমাকে তারা হাতসহ লাঠিসোটা দিয়ে আঘাত করেন। আক্রমণকারী সবাই ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতার অনুসারী। বর্তমানে আমি অসুস্থ। আমি একজন উপজেলার দায়িত্বশীল। আমাকে তারা পেটালো আমি মেনে নিতে পারছিনা৷ বর্তামনে আমি সরকারি মো.আলী হাসপাতালে ভর্তি আছি।

কাঙ্ক্ষিত পদ না পাওয়া ও নব গঠিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ হাসান জানান, আমাদের সকল নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছে। ছাত্রলীগের কাউকে মারধরের প্রশ্নই আসেনা। তারা বানোয়াট অভিযোগ তৈরি করে আমাদের দোষারপ করছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম জানান, এই বিষয়ে আমার জানা নেই। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০