ফাইনালে ভারতকে প্রতিপক্ষ চান হেইডেন

বগুড়া নিউজ ২৪ঃ ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল হতে নিজেদের কাজ সেরে রেখেছে পাকিস্তান। সিডনিতে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এখন ম্যাথ্যু হেইডেন যেন চাইছেন, অ্যাডিলেডে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দিক ভারত। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এরপর এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বকাপে অনেকবার মুখোমুখি হলেও ফাইনালে মুখোমুখি হয়নি। ১৫ বছর পর আবার সেই স্বপ্নের ফাইনাল হওয়ার সুযোগ রয়েছে। অ্যাডিলেডে যদি ভারত আগামীকাল ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে ১৩ নভেম্বর মেলবোর্নে মুখোমুখি হবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত-পাকিস্তান সম্ভাব্য ফাইনাল প্রসঙ্গে হেইডেন বলেন, ‘আমি চাই ভারতের বিপক্ষে খেলতে। এটা অসাধারণ হবে।’

সিডনিতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০ ওভারে ৪ উইকেটে নিউজিল্যান্ড করে ১৫২ রান। শাহিন আফ্রিদি নিয়েছেন দুই উইকেট এবং মোহাম্মদ নওয়াজ নিয়েছেন এক উইকেট। নিউজিল্যান্ডকে বেশিরভাগ সময়ে হাত খুলে খেলতে দেননি পাকিস্তানের বোলাররা। আর ১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান এগিয়ে যায় উদ্বোধনী জুটিতেই। উদ্বোধনী জুটিতে ১০৫ রান যোগ করেছেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। বাবর-রিজওয়ান জুটি এবং পাকিস্তানের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘প্রত্যেকে বাবর এবং রিজওয়ানকে নিয়ে কথা বলবে। এই দুজন পাকিস্তানের হয়ে অনেক দিন ধরে দারুণ খেলছে। তবে আমাদের বোলাররা দুর্দান্ত কাজ করেছে। এই মাঠে বোলারদের মানিয়ে নিতে হয় এবং আমরা শাহিনকে পেয়েছি। বল একবার রিভার্স সুইং করলে তাকে সামলানো কঠিন। হারিস ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০