বগুড়ায় ছাত্রের মামলায় শিক্ষকের ৬ মাস জেল

কোর্ট রিপোর্টার : ধুনটে ছাত্রের দায়ের করা মামলায় শিক্ষকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত নং-৩ এর বিচারক (অর্থ ঋণ আদালতের জজ) রুবিনা পারভীন আজ রবিবার এই মামলার রায় দেন। ছাত্র আবু জাফরের কাছ থেকে আসামী ধুনট সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক একেএম ফজলুল হক রঞ্জু টাকা ধার নিয়েছিলেন। পরে তিনি ওই টাকা ফেরতের জন্য ওই ছাত্রকে ব্যাংক চেক দেন তিনি। কিন্তু অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক হতে প্রত্যাখাত হয় চেকটি। এরপর আবু জাফর নিগোশিয়েবল ইন্সষ্টুমেন্ট এ্যাক্টের মামলা করেন তার বিরুদ্ধে। এই মামলার রায়ে অভিযুক্ত আসামি (রঞ্জু)কে উল্লেখিত সাজা ও জরিমানার আদেশ দেন বিচারক। শিক্ষক রঞ্জু ধুনট উপজেলার রাঙামাটি দিদারপাড়ার মৃত মোজাম্মেল হক সরকারের ছেলে।

উল্লেখ্য, অভিযুক্ত আসামি প্রভাষক একেএম ফজলুল হক (রঞ্জু) তার ছাত্র ধুনট উপজেলার কালেরপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে আবু জাফরের নিকট গত ২০২০ সালের ১৮ জুলাই ৭ লাখ ৫০ হাজার টাকা ধার হিসেবে গ্রহণ করেন। ধারের ওই টাকা পরিশোধের জন্য শিক্ষক রঞ্জু তার নামীয় ব্যাংক হিসেবের ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের একটি চেক পাওনাদার আবু জাফরকে প্রদান করেন। এরপর আবু জাফর ওই চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে আসামীর নামীয় ব্যাংক হিসেবে অপর্যাপ্ত তহবিলের কারণে ধুনট সোনালী ব্যাংক হতে চেকটি প্রত্যাখান হয়। পরে লিগ্যাল নোটিশ দেয়ার পরেও আসামি শিক্ষক রঞ্জু তার ছাত্রকে ওই পাওনা টাকা পরিশোধ করেনি। এরপর আবু জাফর বাদি হয়ে শিক্ষক (রঞ্জু)কে আসামি করে এই মামলা দায়ের করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০