নয় মাস অনেক কষ্ট করেছি : নিপুণ

বগুড়া নিউজ ২৪ঃ অবশেষে সুরাহা হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের দায়িত্ব। নিজের পদ ফিরে পেলেন অভিনেত্রী নিপুণ আক্তার। হাইকোর্টের রায় স্থগিত করে সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। এই অভিনেত্রী একান্ত আলাপচারিতায় বলেন, ‘রায় ঘোষণার পর এখনও ঘোরের ভিতর আছি। এই ঘোর এখনও আমার কাটেনি। সত্যের জয় হতে সময় লাগে। অবশেষে সত্যের জয় হয়েছে। দীর্ঘ নয়মাস অনেক কষ্ট করেছি।’

নিপুণ আরও জানান, ‘ এই নয় মাসে আমাদের অন্যতম অর্জনের ভিতর উল্লেখযোগ্য, সিলেটে বন্যা দুর্গতদের পাশ দাঁড়িয়েছি। যেটা সবার প্রসংসা পেয়েছে। সেখানে যেয়ে কাজ করা বেশ কঠিন ছিল। সমিতির সবাইকে নিয়ে খুব ভালো করে ইফতার মাহফিল করেছি। কোনো বৈষম্য ছিল না। নিপুণ আরও জানান, আমরা অনেক অসুস্থ শিল্পীকে টাকা দিয়েছি কিন্তু আমরা তা সামনে আনিনি’। এর আগে গত ২৮ জানুয়ারি ভোটগ্রহণ হওয়ার পরে ফলাফলে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে জয়ী ঘোষণা করা হয়। পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ নির্বাচনে অনিয়মের অভিযোগ করেন আপিল বোর্ডের কাছে। আপিল বোর্ড এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। সেই প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি অধিদপ্তর এক চিঠিতে জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আপিল বোর্ড। গত ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সংগঠনের সাধারণ সম্পাদক ঘোষণা করে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০