বগুড়ায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার:  বগুড়ায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত শহরের সাতমাথা থেকে স্টেশন রোড ও পার্ক রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম। বগুড়া জেলা পুলিশ সূত্র জানায়, অবৈধভাবে সড়কে যানবাহন পার্কিং ও অবৈধভাবে সড়কে বসা ভ্রাম্যমাণ দোকানের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ।
এসময় যানবাহন চালকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও অবৈধভাবে সড়কে বসা ভ্রাম্যমাণ দোকান মালিকদের সরিয়ে দেওয়াসহ তাদেরও সতর্ক করে পুলিশ। তবে এসময় কাউকে অর্থদণ্ড বা আইনের আওতায় মিয়ে আসা হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, সড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আগামীকাল থেকে নির্দেশ ভঙ্গকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে৷ এ অভিযানে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০