পিরোজপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৩০ 

পিরোজপুর প্রতিনিধিঃ  পিরোজপুরে ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

এসময় বিএনপির দলীয় কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে। আহতদের কয়েকজনকে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় জেলার পোস্ট অফিস রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে ছাত্রলীগের ওপর হামলার প্রতিবাদে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল করতে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন। এ সময় ছাত্রলীগের হামলায় জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রুবেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণন সম্পাদক নাছির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ মাহমুদসহ অর্ধশত নেতাকর্মী আহত হন।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইফতেখার মাহমুদ সজল জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের কর্মীরা শহরের পোস্ট অফিস সড়কে মিছিল নিয়ে যাওয়ার কালে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান কাইয়ুম (২২), পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ফেরদাউস (২১), সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শাহিনসহ (২৩) ৮ নেতাকর্মী আহত হয়েছেন।

পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, এদিন সকাল থেকে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করে কার্যালয়ের দরজা-জানালাসহ বেশ কিছু চেয়ার ভাঙচুর করে।

এর আগে বিভিন্ন স্থান থেকে আসতে থাকা দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। আহতরা চিকিৎসা নিতে জেলা হাসপাতালে গেলে ছাত্রলীগের লোকজন সেখানে গিয়েও হামলাসহ তাদের ধাওয়া করে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামালায় বিএনপির কেউ আহত হয়েছে কিনা তা জানা নেই।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১