নন্দীগ্রামে আন্তঃজেলা গরুচোর চক্রের মূলহোতাসহ সহযোগী গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে গত ৪ঠা জানুয়ারি সকাল ১০ টায় আন্তঃজেলা গরুচোর চক্রের মূলহোতা আব্দুল মজিদ (৪৫), পিতা মৃত আহাদ আলী, সাং- রণবাঘা (টিটিগাড়ি) ও তার সহযোগী এবং গরুচোর চক্রের অন্যতম সদস্য মোঃ ফারুক হোসেন (৩৭), পিতা সোহরাব হোসেন, সাং- কামুল্ল্যা, উভয়ের থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়া, অপর সহযোগী মোঃ তারাজুল ইসলাম (৪৫), পিতা মৃত আব্দুল জলিল, সাং- আলাদীপুর (নয়াপাড়া), থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া, মোঃ আব্দুল আজাদ (৪৫), পিতা মৃত আজগর আলী, সাং- কাছুপাড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহীগণকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানা পুলিশ। এ ব্যপারে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন গত ৫ই জানুয়ারি বেলা ১১ টায় নন্দীগ্রাম থানায় অফিসার ইনচার্জ (ওসি’র) কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, গত ১৮/০৬/২০২২ইং তারিখে নন্দীগ্রাম থানাধীন তেঘর গ্রামের জনৈক সিহাব আলীর বাড়ি থেকে মোট ৪টি গরু চুরি হয়। উক্ত ঘটনায় গত ২০/০৭/২০২২ইং তারিখে ৪৫৭/৩৮০ ধারায় নন্দীগ্রাম থানায় ১৫নং মামলা এন্ট্রি করা হয়। উক্ত মামলার রেশ ধরে দীর্ঘ ৬ মাস যাবত গরুচোর চক্র সনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আন্তরিক ভাবে সচেষ্ট থাকিয়া এসআই মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ টিম তৎপর থাকে। প্রতিনিয়ত মোবাইল প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান সনাক্তের চেষ্টা করা হয়। সাম্প্রতিক সময়ে শীত বেড়ে যাওয়ায় সারা দেশের ন্যায় বগুড়া জেলা তথা নন্দীগ্রাম থানা এলাকায় গরু চুরির মাত্রা বেড়ে যায়। উক্ত গরুচুরি রোধকল্পে চোর সনাক্ত পূর্বক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে নন্দীগ্রাম থানার ওসিসহ পুলিশের চৌকশ টিম ঢাকার আশুলিয়ায় একটি সম্মিলিত অভিযান পরিচালনা করে আন্তঃজেলা গরুচোর দলের সরদার মোঃ আব্দুল মজিদ ও চোরাই গরুর ক্রেতা তথ্য কসাই আজাদকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদে উক্ত চোর চক্রের প্রায় ১৫-২০ জন সদস্যের নাম পাওয়া যায়। যারা অভিনব কৌশলে একাধিক কাভার্ড ভ্যানে বগুড়া জেলাসহ আশপাশের জেলায় গত প্রায় ৪-৫ বৎসর যাবৎ ৫০-৬০টি গরু চুরি করে আশুলিয়া জিরানীতে গরু জবাই করে মাংস বিক্রয় করে আসছে। আসামীদের চুরি করা গরুগুলোর মধ্য থেকে দু’টি গরু শিবগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। চোরাইকালে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, একটি তালাকাটা মেশিন, রশি গাবতলি থানা এলাকা থেকে জব্দ করা হয়। এ ব্যপারে থানার ওসি আরও বলেন, একাধিক গরুচোরের লিডার সনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ