খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ডাকে রোববার (১৫ জানুয়ারি) খাগড়াছড়িতে অর্ধবেলা সড়ক অবরোধ চলছে। পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে সংগঠনটি এ সড়ক অবরোধের ডাক দেয়।  অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।  শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলোকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাহারায় গন্তব্যে পৌঁছে দিতে দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুপুর ১২টা পর্যন্ত চলবে এ সড়ক অবরোধ। এদিকে,  সোমবার (১৬ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্য সদস্যরা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা সফর করার কথা রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ