শাজাহানপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:গণতন্ত্র পুনরুথানের জন্য বিএনপির ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুৎতের মূল্য কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় মাঝিড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা মহিলাদলের সভানেত্রী লাভলী রহমান, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সহ-সভাপতি বজলুর রহমান নিলু, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, উপজেলা বিএনপি নেতা মোশারফ মন্ডল, ইদ্রিস আলী, আব্দুল হাই সিদ্দিকী রনি, নুরুল আজাদ, বাদশা আলম, আব্দুল মান্নান, শাহিনুর রহমান, আনোয়ার হোসেন, মতিউর রহমান, হাফিজার রহমান কাজল, রফিকুল ইসলাম, নাসির উদ্দিন, আবুল বাশার, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন মেরী, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদুর রহমান, সদস্য সচিব হাসান আলী, মহিলাদলের সভানেত্রী কোহিনুর আক্তার, মহিলাদল নেত্রী জুলেখা বেগম, জোসনা বেগম, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নয়ন আহম্মেদ ভেটু, ছাত্রদল নেতা সন্ধান সরকার, শিপনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, অবৈধ হাসিনা সরকারের পচন ধরে গেছে। এ সরকার মাতাল হয়ে দেশ পরিচালনা করছে। শেখ হাসিনা আইনশৃংঙ্খলা বাহিনীকে বিএনপি নেতা-কর্মীদের দমনের কাজে ব্যবহার করছে। হাসিনা সরকারের সকল অপকর্মের বিচার বিএনপি ক্ষমতায় গেলে করবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ