বিমান বাহিনীর দশম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদপত্র বিতরণ

বগুড়া নিউজ ২৪ঃ বাংলাদেশ বিমান বাহিনীর দশম নম্বর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিমানবাহিনী ঘাঁটি বাশারের কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) এই সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক। দশম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্স (এসসিসি)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন তিনি। বাংলাদেশ বিমান বাহিনীর ৯ জন কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডারগণের কার্যকরী ব্যবস্থাপনা এবং নেতৃত্ব প্রদানের প্রশিক্ষণ ছিল এই কোর্সের উদ্দেশ্য।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ