টানা ২৩ দিন ডলারের বিপরীতে কমলো পাকিস্তানি রুপির দাম

ষ্টাফ রিপোর্টারঃ  যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার দাম কমছেই। শুক্রবার (২০ জানুয়ারি) পাকিস্তানি রুপির মান কমেছে শূন্য দশমিক ২৩ শতাংশ। এ নিয়ে টানা ২৩ দিন মুদ্রাটির দরপতন ঘটলো। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্য অনুসারে, এদিন দেশটির আন্তঃব্যাংক মুদ্রাবাজারে গ্রিনব্যাকের বিরুদ্ধে মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৫২ রুপি। প্রতি ডলার বিক্রি হয়েছে ২২৯ দশমিক ৬৭ রুপিতে।

সবমিলিয়ে চলতি বছর প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে পাকিস্তানি রুপি দর হারিয়েছে ১০ দশমিক ৯১ শতাংশ।

আগের দিন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ডলারপ্রতি দাম ছিল ২২৯ দশমিক ১৫ রুপি। ওই দিন রুপির মূল্যমান কমে শূন্য দশমিক ১০ শতাংশ।

তবে এই পরিস্থিতিতেও পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপির) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ২৫৮ মিলিয়ন ডলার। বর্তমানে যার মোট পরিমাণ ৪ দশমিক ৬ বিলিয়ন।

এদিন বিশ্বজুড়ে ধুঁকছে ডলার। মূলত অর্থনৈতিক মন্দার শঙ্কায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন ডলার সূচক ১০২ দশমিক ০৯০ পয়েন্টে অবস্থান করছে। গত ৭ মাসের মধ্যে যা সর্বনিম্ন পর্যায়ে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ