মার্কিন রক কিংবদন্তি ডেভিড ক্রসবি মারা গেছেন

বগুড়া নিউজ ২৪ঃ  মার্কিন ফোক-রক স্টার ডেভিড ক্রসবি ৮১ বছর বয়সে মারা গেছেন। ডেভিড ক্রসবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিনিধি।  খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়, ষাটের দশকে এই রকস্টার দুটি বড় ব্যান্ড দ্য বার্ডস অ্যান্ড ক্রসবি ও স্টিলস অ্যান্ড ন্যাশের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার গিটার ও সুরের মূর্ছনায় মুগ্ধ রকপ্রেমীরা। জীবদ্দশায় পেয়েছেন নানা পুরস্কার।

মার্কিন ফোক-রক স্টার ডেভিড ক্রসবি ৮১ বছর বয়সে মারা গেছেন।মার্কিন ফোক-রক স্টার ডেভিড ক্রসবি ৮১ বছর বয়সে মারা গেছেন। ডেভিড ক্রসবির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন তার সাবেক সহকর্মী গ্রাহাম ন্যাশ।  এই দুই সহকর্মীর মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো ছিল না।   ক্রসবির স্ত্রী ভ্যারাইটিকে বলেন, তিনি দীর্ঘ অসুস্থতার পরে মারা যান। ডেভিড ক্রসবির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন তার সাবেক সহকর্মী গ্রাহাম ন্যাশ।ডেভিড ক্রসবির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন তার সাবেক সহকর্মী গ্রাহাম ন্যাশ। ক্রসবি ১৯৪১ সালের ১৪ আগস্ট ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি অস্কারজয়ী হলিউড সিনেমাটোগ্রাফার ফ্লয়েড ক্রসবির সন্তান। ক্রসবি ১৯৬৪ সালে প্রথমবারের মতো সংগীত জগতে পা রাখেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ