বগুড়ায় সাধারণ ব্যবসায়ীদের সাথে আওয়ামী লীগ প্রার্থী রিপুর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:বগুড়ার উন্নয়নকল্পে জাতীয় সংসদ উপনির্বাচনে সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপুর সাথে সাধারণ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এ সভার আয়োজন করে।বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

এসময় তিনি বক্তব্যে বলেন, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের অর্থনীতি দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প ও বাণিজ্য খাতে বিশেষ দৃষ্টি প্রদান করায় বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সম্মানসূচক স্থান অর্জন করেছে।বর্তমান সরকারের আরও একটি উল্লেখযোগ্য অর্জন হলো দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছে। আমাদের অর্থনীতির অগ্রগতির পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে এশিয়ার বাঘ হিসাবে চিহ্নিত করেছে। নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্তি বর্তমান সরকারের আরেকটি অসামান্য সাফল্য।তিনি আরো বলেন, বগুড়ার মানুষ বগুড়া-৬ আসনে বিগত সময় হতে আওয়ামী লীগের সংসদ সদস্য হতে বঞ্চিত। ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কিছু চাওয়ার মত অভিভাবক আমাদের নেই। অভিভাবক শূন্যতায় অনেক জেলার চেয়ে উন্নয়নে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যদি আমাদের ভালো চিন্তা করি আমাদের এলাকার উন্নয়ন চাই তাহলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচনে জয়ী করতে হবে।সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপু, নাসিব সভাপতি টি জামান নিকেতা। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী, এনামুল হক দুলাল, মাফুজুল ইসলাম রাজ, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক পরিচালক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, আব্দুল খালেক বাবলু, পারভেজ হোসেন উজ্জল, হাসান আলী আলালসহ প্রমুখ। ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পরিমল প্রসাদ রাজ, চাঁন মিয়া, রুবেল শেখ, শফিকুল ইসলাম বাবু, আজমাইন আকমল, আশিক ইবনে হাসান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ