বগুড়ায় অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা কারাগারে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরআগে মঙ্গলবার রাতে কিডনিজনিত সমস্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ওই কয়েদির নাম শাহজামাল (৭০)। তিনি শেরপুর উপজেলার আদমজামুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে ও অস্ত্র হামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক  (এএসআই)রকিবুল হাসান।

পুলিশের এ কর্মকর্তা জানান, শাহজামাল ২০২১ সালের ২১ জানুয়ারি থেকে বগুড়া কারাগারে ছিলেন। তার কয়েদি নম্বর ১২৩৪। তিনি দীর্ঘদিন যাবত কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে কারাগারে শাহজামাল অসুস্থ হয়ে পড়লে শজিমেক হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

বগুড়ার জেল সুপার আনোয়ার হোসেন জানান, শাহজামাল বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি প্রায় সময়ই হাসপাতালে থাকতেন। সবশেষ মঙ্গলবার রাতে বগুড়ার শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ