সিরিয়ায় বাসে বোমা হামলায় ১৫ পুলিশ আহত

বগুড়া নিউজ ২৪ঃ যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে বোমা হামলায় সোমবার (৩০ জানুয়ারি) ১৫ জন কর্মকর্তা আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ দক্ষিণাঞ্চলীয় দাররা প্রদেশের একটি মিশন থেকে ফেরার পথে ‘অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বিস্ফোরক ডিভাইস দিয়ে বাসটিকে লক্ষ্য করে হামলা চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, আহত ১৫ জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

বছরের পর বছর ধরে সহিংসতায় জর্জরিত দাররা প্রদেশটি ছিল ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহের কেন্দ্রস্থল, তবে রাশিয়ার মধ্যস্থতায় পুনর্মিলন চুক্তির অধীনে এটি ২০১৮ সালে দামেস্কের নিয়ন্ত্রণে ফিরে আসে।

ইসলামিক স্টেটের তৃতীয় নেতা অক্টোবরে দারায় নিহত হয়। গোষ্ঠীটি কখনও কখনও এই অঞ্চলে হামলার দায় স্বীকার করে।

গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে সিরিয়ায় সংঘাত শুরুর পর সেখানে এ পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং যুদ্ধ-পূর্ব দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক বাস্তুচ্যুত হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ