ভূমিকম্পের সপ্তম দিনে আরও দু’জন জীবিত উদ্ধার

বগুড়া নিউজ ২৪ৃ:  তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের সপ্তম দিনে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যার পর দুইজনকে জীবিত উদ্ধার করে উদ্ধারকারীদল। তারা হলেন-নাফিজি ইলমাজ নামে ৬২ বছর বয়সি নারী এবং মুস্তাফা নামে ৭ বছর বয়সি এক শিশু। তাদের দুইজনকেই ভূমিকম্পের ১৬৩ ঘণ্টা পর তুরস্কের দক্ষিণ-পূর্বের হাতায় প্রদেশ থেকে উদ্ধার করা হয়।

খবর তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির।

বিশেষজ্ঞদের মতে সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে জীবিত উদ্ধারের সম্ভাবনা।তবে সেটা মাথায় রেখেই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে।

এর আগে ধ্বংসস্তূপের নিচ থেকে ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর দুই মাস বয়সি এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। যে ঘটনাটি সবাইকে অবাক করেছে।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮