বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির মালামালসহ জনবল প্রত্যাহার

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে লোকবলসহ মালামাল গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে প্রত্যাহার করা হচ্ছে বিসিবির নিযুক্ত বগুড়ার সকল কর্মকর্তা-কর্মচারিকে।

বৃহস্পতিবার বিকেলে এসব বিষয় জানিয়েছেন শহীদ চান্দু স্টেডিয়ামের বিসিবির ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। এর আগে বুধবার দুপুরে ভেন্যুর লোকজনকে বগুড়া থেকে চলে আসার বার্তা দেয়া হয় তাকে।

বগুড়ার ভেন্যু ম্যানেজার জানান, মোবাইলে নির্দেশ দেয়া হয় শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা বিসিবির সকল মালামাল ঢাকাস্থ মিরপুর স্টেডিয়ামে পাঠিয়ে দিতে। একই সাথে বগুড়ায় কর্মরত বিসিবির ১৭ জনকে বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়। এর মধ্যে ভেন্যু ম্যানেজার ছাড়াও আছেন সুপারভাইজার, অফিস সহকারী, নৈশ প্রহরী।
বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাইফুল ইসলাম জানান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদককে ২রা মার্চ চিঠিতে বিষয়টি অবগত করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ