সংবিধানবিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না: আব্দুর রহমান

বগুড়া নিউজ ২৪ঃ সংবিধানবিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

শনিবার (৪ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আন্তর্গত ঢাকা-৮ নির্বাচনী এলাকার সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, নির্বাচনে শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চায় আওয়ামী লীগ। সরকার বিরোধীদের ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন কখনো পূরণ হবে না।

তত্বাবধায়ক সরকার নয়; বিএনপি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের জন্য জীবন দিয়ে লড়াই করবে দলের নেতা-কর্মীরা।

আব্দুর রহমান আরও বলেন, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে। যদি ভালো নির্বাচন করতে চান, তাহলে নির্বাচনে আসেন। শেখ হাসিনা শতভাগ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর এ সদস্য আরও বলেন, বিএনপিসহ যেসকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন তাদেরকে বলি, আপনাদের সেই স্বপ্ন এ বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ