বিসিবি’র সিদ্ধান্তের পরিবর্তন না হলে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত বগুড়াবাসী: মেয়র বাদশা

ষ্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম প্রত্যাহারের প্রতিবাদে ক্রীড়ানুরাগী বগুড়াবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা দৃঢ়তার সাথে বলেন, বিসিবি’র সিদ্ধান্ত পরিবর্তন না হলে শহীদ চান্দু স্টেডিয়াম রক্ষায় যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত বগুড়াবাসী। তিনি আরও বলেন, অনতিবিলম্বে আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ মিটিয়ে বীরমুক্তিযোদ্ধা শহীদ চান্দুর নামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ব্যবস্থা নিন, এটাই বগুড়াবাসীর একান্ত দাবী।
অদ্য রবিবার বিকাল ৪টায় ঐতিহাসিক সাতমাথা চত্বরে বিভিন্ন শ্রেণি পেশার শতশত নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাবেক এবং বর্তমান ক্রীড়াবিদদের অংশগ্রহণে ক্রীড়ানুরাগী বগুড়াবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রবীণ চিকিৎসক ও বগুড়া ইতিহাস চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সি এম ইদরিস। সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক চিকিৎসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, বিশিষ্ট চিকিৎসক ও বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা ডাঃ মশিহুর রহমান, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, সাবেক ক্রিকেটার বীরমুক্তিযোদ্ধা রাজিউল্লাহ, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোজাম্মেল হক, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা, বগুড়া নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের বগুড়া জেলা আহ্বায়ক রোটাঃ মোস্তাফিজুর রহমান, সাবেক ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল হক দেওয়ান, নারী উদ্যোক্তা সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, রিয়েল এস্টেট ব্যাবসায়ী সমিতির কোষাধ্যক্ষ খন্দকার রবিউল আলম লিটন, উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মোকাদ্দেস হোসেন সেখ, বিশিষ্ট সংগঠক মোঃ ফজলুল হক, মাসুম আওরঙ্গজেব প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ