অবশেষে রাবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছে। তাদের দাবি মেনে তা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপাচার্য জানান, সোমবার শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে রাবি প্রশাসন। ফলে গত রোববার ও সোমবার দু’দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকে। মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে।

এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে রাজশাহী বিনোদপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এতে প্রায় ৫০টি দোকান পুড়িয়ে দিয়েছে রাবি শিক্ষার্থীরা। গভীর রাত পর্যন্ত চলে পাল্টাপাল্টি ইটপাটকেল ও অগ্নিসংযোগ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ