ভোট নিয়ে সংবিধানের বাইরে আলোচনা হবে না : ইনু

বগুড়া নিউজ ২৪ঃ ভোট নিয়ে সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার (১৬ মার্চ) কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া উচ্চবিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ইনু বলেন, জনগণ ও তরুণ সমাজের প্রতি যদি আপনাদের এতই আস্থা থাকে তবে, ভোটে এসে আমাদের হারিয়ে দিন। ভোট হতে দূরে থেকে ফাঁকা আওয়াজ দেবেন না।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়ার সঙ্গে বাজার সিন্ডিকেটের কারসাজি আছে। তবে, সেটা শক্ত হাতে দমন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাসদ সভাপতি বলেন, বাজার সিন্ডিকেট দমন করার কোনো বিকল্প নেই। আমরা চাই ভোটের আগে মানুষ যেন হাসিমুখে ভোট দিতে আসে।

বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দার প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ